রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১২:৫৩

রাজধানীর নাখালপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জুনায়েদ (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের বাবা জুয়েল জানান, আমার ছেলে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আহত হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের আতাউর রহমান জুয়েলের ছেলে জুনায়েদ। পরিবারের সঙ্গে তেজগাঁও পূর্ব নাখালপাড়ার থাকতো। বাবা আতাউর কাপড় বিক্রেতা। মা হাজেরা আক্তার জোনাকি। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় সে। 

ঢাকা রেলওয়ে থানা কমলাপুর ওসি‌ ফেরদাউস আহ‌ম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও