শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৩:১০

কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলায় বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশি দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হয়। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 
তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় পুলিশ দুলাল মিয়ার ভাই নুর বকশ, নুর জামাল মিয়া ও ইকবাল হোসেন এবং ইকবালের স্ত্রী আলেয়া বেগম, ছেলে আশরাফুল হক ও মিজানুর রহমানকে আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক যুবকের আঘাতে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর শোকে বোনও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/পিও