সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আগুন দিয়ে চুল কাটাতে গেলেন যুবক, এরপর...  

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৬:১৫

আগুন দিয়ে চুল কাটাতে যান এক তরুণ। এতেই বড়সড় দূর্ঘটনার কবলে পড়ে ওই যুবক। আগুনে ওই যুবকের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা ভারতের। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গুজরাটের ভালসাদ জেলার ভাপি টাউনে ঘটেছে এই ঘটনা। বিশ্বজুড়ে গত কয়েক বছরে আগুন দিয়ে চুল কাটানোর প্রবণতা বাড়ছে। কাঁচির বদলে চুলে বিশেষ রাসায়নিক মেখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। গত বুধবার ভাবি টাউনের এক সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন ১৮ বছরের তরুণ। আগুন দিয়ে চুল পোড়ানোর সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তরুণের গলা, বুক ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাকে ভালসাদের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে সুরতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

খবর পেয়ে তদন্তে নামে ভালসাদ থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক করমসিংহ মাকওয়ানা জানিয়েছেন, তরুণ সুস্থ হলে তার বয়ান নেওয়া হবে। ওই নরসুন্দরের বয়ানও রেকর্ড করা হবে। আগুনে চুল পোড়ানোর আগে তাতে কী রাসায়নিক দেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

ইত্তেফাক/এসআর

এ সম্পর্কিত আরও পড়ুন