শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের জয় অঘটন নয়'

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১০:৩১

চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করে পাকিস্তান। আর তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না পাকিস্তানের সামনে। 

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরে যায় পাকিস্তান। আর এই হারের পর সেমিফাইনাল থেকে অনেকটায় ছিটকে গেছে বাবর আজমের দল। বিশ্বকাপের প্রথম পর্ব পেরিয়ে আসা জিম্বাবুয়ে শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে। আর তাই অনেকেই পাকিস্তানের এই হারকে অঘটন বলছে। তবে, জিম্বাবুয়ের এই জয়কে অঘটন মানতে নারাজ পাকিস্তানের সাবেক কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ম্যাচ শেষে টুইট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি।

টুইটে তিনি লিখেছেন, 'যদি ম্যাচ দেখে থাকো তাহলে কখনও এই ফলাফলকে অঘটন বলো না। জিম্বাবুয়ে প্রথম বল থেকে টপ লেভেলের ক্রিকেট খেলেছে এবং দেখিয়ে দিয়েছে কম সংগ্রহ কিভাবে ডিফেন্ড করতে হয় ব্যাটিং পিচে। জয়ের জন্য অভিনন্দন।'    

ইত্তেফাক/জেডএইচ