শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১০:৪৯

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, ভোরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটার্জি লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, সম্ভবত রাতে অথবা ভোরে কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে লোক মারা যেতে পরে। তার বয়স আনুমানিক ৭০ বছর। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

ইত্তেফাক/পিও