বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হাবিপ্রবিতে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ২৩:০১

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেষ হয়েছে ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিনদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী।

জাতিসংঘের আদলে গঠিত ছয়টি বিশেষায়িত কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এই মহাসম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল 'জলবায়ু বিপর্যয় রোধে পরিবেশগত অনুশীলনের প্রচারের জন্য তরুণদের আহ্বান'।

শনিবার (২৯ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২২ এর সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ কৌশলবিদ এবং জাতিসংঘ তথ্য কেন্দ্র, বাংলাদেশের সাবেক প্রধান ড. মোহাম্মদ মনিরুজ্জামান।

এছাড়াও আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার উপদেষ্টা অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি ইরফান ফরিদ পলক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিফাতসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস (MUN) বা প্রতীকি জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন।১৯২০ সালে তৎকালীন 'লিগ অফ নেশনস' এর সিমুলেশন হিসেবে নিউ ইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।

ইত্তেফাক/এআই