বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভাইরাল হোটেল রুমের ভিডিও, উদ্বিগ্ন কোহলি

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৫:২৭

বিশ্বকাপের মতো আসরে ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির হোটেল কক্ষের ভিডিও ছড়িয়ে পড়লো টিকটকে। তারকা ক্রিকেটার বা ফুটবলাদের জীবন নিয়ে ভক্ত সমর্থকদের আগ্রহ থাকে সবসময়ই চূড়ায়। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বিশ্ব আসরে যেটি ঘটলো সেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। 

বিরাট কোহলির অনুপস্থিতিতে তারই কোনো এক ভক্ত তার হোটেল রুমে ঢুকে ভিডিও ধারন করে সেটিই প্রকাশ করে দিয়েছেন টিকটকে। ভিডিও'র উপর স্পষ্ট করেই লেখা, "কিং কোহলি'স হোটেল রুম"। আর সেই ভিডিও চোখে পড়ার পরই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোহলি। 

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিওটিই পোস্ট করে কোহলি লেখেন, 'আমি বুঝতে পারি, ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয়, তাদের সঙ্গে দেখা করার জন্যও আগ্রহী হয়। আমি সবসময় এটির প্রশংসা করেছি। কিন্তু এখানে এই ভিডিওটি ভয়ঙ্কর এবং এটি আমাকে আমার নিজের গোপনীয়তা সম্পর্কে খুবই বিভ্রান্ত বোধ করেছে।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

কোহলি এর আগেও একসময় জানিয়েছিলেন, ভারতের মানুষ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশিই আগ্রহী। তাদের জন্য রাস্তায় চলাফেরা করাটাও কঠিন হয়ে যায়। বিদেশের মাটিতে গেলে একটু শান্তিতে নিজের মতো চলাফেরা করা যায়। 

অথচ এবার অস্ট্রেলিয়ার মতো দেশে বিশ্বকাপের আসরেই কোহলির হোটেল রুমের ভিডিও প্রকাশ করলো তার এক ভক্ত। এমন কাণ্ডের পর সেটি কোনোভাবেই পছন্দ করেননি ভারতের এই তারকা ব্যাটার। 

নিজের পোস্টে কোহলি আরও বলেন, 'আমি যদি আমার নিজের হোটেল রুমেই গোপনীয়তা না রাখতে পারি, তাহলে আমি কি আসলেই কোন ব্যক্তিগত স্থান আশা করতে পারি?? আমি এই ধরণের অতিরিক্ত উন্মাদনা এবং গোপনীয়তার সম্পূর্ণ লঙ্ঘনের সঙ্গে একমত নই।'

মানুষের গোপনীয়তাকে সম্মান করার জন্য এবং তাদেরকে বিনোদন পণ্য হিসাবে বিবেচনা না করার অনুরোধও জানিয়েছেন কোহলি।

ইত্তেফাক/এসএস