সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অবসরে যাচ্ছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব আলী আজম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৮:২৯

সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। 

সোমবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী আগামী ২ নভেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

আলী আজম ১৯৮৯ সালে ৮ম বিসিএসে (প্রশাসন) সরকারি চাকরিতে যোগদেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাটে। তিনি শিল্পমন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও ঢাকার বিভাগ কমিশনার ছিলেন। গতবছরের ১৬ মে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে

ইত্তেফাক/এমএএম