মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফুলব্রাইট বৃত্তির আবেদন চেয়েছে মার্কিন দূতাবাস

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৪:০৬

২০২৩-২৪ সালের জন্য ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা এক একাডেমিক সেমিস্টার থেকে পুরো একাডেমিক বছর পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠানে পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ পাবেন।

আবেদন প্রক্রিয়া শেষে নির্বাচিত হওয়া শিক্ষার্থীরা ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ৬ থেকে ৯ মাসের গবেষণা বা শিক্ষকতা অনুদান পাবেন।

অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতা কাজের জন্য এই অনুদান দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষা-প্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান ও ফার্মাসি, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, আন্তর্জাতিক সম্পর্কসহ নানা বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা সম্পর্কিত সকল শাখার বিস্তৃত বিষয়ে প্রস্তাবনা চাওয়া হয়েছে। অন্যান্য নানা ক্ষেত্রেও সুযোগ দেওয়া হবে।

আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পেশাগতভাবে কাজ করার জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষার ভালো দক্ষতা থাকতে হবে।

বিস্তারিত:

বিস্তারিত জানতে ভিজিট করুন https://bd.usembassy.gov/28752/

অনলাইনে আবেদন জমা দিতে ভিজিট করুন https://apply.iie.org/fvsp2023
 
আরও তথ্যের জন্য যগাযোগ করুন [email protected]এই মেইলে।

ইত্তেফাক/ডিএস/এসকে