লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবির মানুষ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
বুধবার (২ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু, হামলার শিকার হওয়া বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল, উপজেলা আওয়ামী লীগের যুব-ক্রীড়াবিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান মনিরুল ইসলাম পল্লব, সন্তান কমান্ডের সদস্য সচিব আবুল কালাম ও মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি রনিউল ইসলাম রিপন।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশের নাগরিক। আর সেই সব সম্মানিত বীর সন্তানদের যারা নির্যাতন ও অসম্মান করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।