শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১১৮

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১১:৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২৭১ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ২৮৫ বোতল ফেন্সিডিল, ১২৬ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ৫৮৩৫ পিস ইয়াবা, ৫৪.২ লিটার দেশিমদ, ৩ বোতল বিদেশিমদ, ৬৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৩টি মামলা হয়েছে বলে জানায় ডিএমপি।

ইত্তেফাক/এসকে