শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বৃত্তি

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ২০:১১

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে বাংলাদেশি স্নাতক শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে দেশটির কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো। ২০২৩-২০২৪ গ্লোবাল ইউগ্র্যাড এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। দ্য গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রাম (ইউজিআরএডি) বা গ্লোবাল ইউগ্র্যাডের আওতায় এই বৃত্তি দেওয়া হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাস।   

ডিগ্রিবিহীন প্রাতিষ্ঠানিক অধ্যয়নের লক্ষ্যে বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর বিকাশমান শিক্ষার্থী নেতাদের ১ সেমিস্টার মেয়াদি এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের ১ সেমিস্টার মেয়াদি এই বৃত্তি প্রদান করা হবে। এ বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর।

এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা মার্কিন উচ্চ শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা, দেশটির সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারবেন। গত ১৭ বছরে ৭৯ জন বাংলাদেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। বিস্তারিত জানতে আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন 

ইত্তেফাক/এসআর