মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অচিরেই এ সরকারের পতন হবে: অস্ট্রেলিয়া বিএনপি  

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২০:০১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা গত রবিবার সিডনির ধানসিড়ি ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহউদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, সহ সভাপতি কামরুল হাসান আজাদ, খাইরুল কবির শান্ত, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি খাইরুল কবির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মৌয়াইমেন খান মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক এম ডি  কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির আহম্মেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, প্রচার সম্পাদক গোলাম রাব্বী শুভ্র, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পবিত্র বড়ুয়া প্রমুখ। 

সভা পরিচালনা করে সাধারণ সম্পাদক মো. কুদরত উল্লাহ লিটন। সভাপতির বক্তব্যে মোসলেহ উদ্দিন আরিফ বলেন, দুর্নীতি দুঃশাসন ও দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে অচিরেই এই সরকারের পতন হবে। 

ইত্তেফাক/এএএম