শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাকিবদের মনোবিদ দেখানোর পরামর্শ ওয়াসিমের

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০০:১৪

দারুণ শুরুর পরও শেষটা একদমই বিপরীত। ভারত-পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র। তাতে সেমিফাইনাল খেলার সম্ভাবনাটাও হারিয়ে যায়। এ ব্যাপারে টাইগার ক্রিকেটারদের মানসিক সমস্যা দেখছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

পাকিস্তানি সংবাদমাধ্যমে বিশ্বকাপ নিয়ে আলোচনা করেন ওয়াসিম। পাকিস্তানের বিপক্ষে  বাংলাদেশের হারের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে দুরবস্থার কথাই তুলে ধরেন তিনি। পরামর্শ দেন মনোবিদ দেখানোর।  বাংলাদেশের বিদায় নিয়ে কিংবদন্তি এই পেসার বলেন, ‘নিজেদের ঘাড়েই দোষ নিতে হবে বাংলাদেশকে। এটা করা তাদের উচিত। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তাহলে আমি এই ছেলেদের মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতাম।’

ভারতের বিপক্ষে ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে  বিনা উইকেটে ৬৮ রান করেছিল বাংলাদেশ। কিন্তু সেই শুরু আর ধরে রাখতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ১০ ওভারে ৭০ রানে ছিল ১ উইকেট। সেই মোমেন্টামও হারিয়ে বসে পরের ১০ ম্যাচে। তাতে কিছুটা বিস্মিত ওয়াসিম, ‘তারা ২ উইকেটে ৭৩ রান করেছিল এবং আমি ভেবেছিলাম অন্তত ১৬০ রান করবে। কিন্তু তারপর শান্ত ইফতিখারের বলে একটি অদ্ভুত শট খেলে বোল্ড হয়ে গেলো। আপনি যদি সিঙ্গেলস নিয়ে খেলতেন তাহলে স্কোরটা ১৫৫ হতো।’

ইত্তেফাক/ইআ