বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শাহরাস্তিতে এইচএসসির প্রশ্নপত্রের সেট পরিবর্তন, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯:২৪

চাঁদপুরের শাহরাস্তিতে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় প্রশ্নপত্রের সেট পরিবর্তনের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৩ কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যহতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী, চিতোষী ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্যাগ কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু ইসহাক ও চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, ক সেটের প্রশ্নের বদলে খ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাছাড়া এ ঘটনায় পরিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

গত রোববার বেলা ১১টায় উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর অ্যান্ড এম উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) বাংলা ২য় পত্র পরীক্ষায় নির্দেশনা মোতাবেক ক সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরুর নির্দেশ থাকলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার খ সেট দিয়ে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করেন। একপর্যায়ে প্রশ্নের অসঙ্গতি দেখে কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা মো. আবু ইসহাক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে বিষয়টি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ ঘটনাস্থলে আসেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের বক্তব্য নেন।

ইত্তেফাক/আরএজে

এ সম্পর্কিত আরও পড়ুন