শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ববির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ স্থগিত

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৯:০৭

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র নিহত হওয়ার ঘটনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের অব‌রোধ তুলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ‌্যা ৬টা থে‌কে রাত ১১টা পর্যন্ত অব‌রো‌ধের পর বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত অব‌রোধ কর্মসূচি স্থ‌গিত করা হয়।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা জানান, বুধবার সকাল ১০টায় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে গা‌য়েবানা জানাযা অনু‌ষ্ঠিত হ‌বে। প‌রে বি‌ক্ষোভ মি‌ছিল ও পুনরায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করার ঘোষণা দি‌য়ে‌ছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা‌দের আন্দোলন চল‌বে।

এদি‌কে, ঢাকা কুয়াকাটা রু‌টে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে।

ব‌রিশাল বাস মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন ব‌লেন, চার ঘণ্টা দ‌ক্ষিণাঞ্চ‌লের ৭ রু‌টে যানবাহন চলাচল বন্ধ ছি‌ল। এখন স্বাভা‌বিক হ‌য়ে‌ছে।

ফ‌রিদপু‌রে সড়ক দুর্ঘটনায় আহত এক ছাত্রের নিহতের ঘটনায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৫ ঘণ্টা  ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করে রাখে। এতে মহাসড়কের দু’পাশে যানবহনের দীর্ঘ লাইন তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ইত্তেফাক/আরএজে