শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের অভিযোগ

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০:৪২

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিতহ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (০৯ নভেম্বর) ভোরে উপজেলার লোহাকুচি ১৫ বিজিবি ক্যাম্পের অর্ন্তগত ভারতের কইমারী বটথর ক্যাম্পের সীমান্তে ৯২১/৯২২ পিলারের মাঝামাঝি স্থানে এ  ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিতমারী উপজেলার মহিষতলি গ্রামের আনোয়ার হোসনের ছেলে ওয়াজকুরুনী (২৮) ও একই উপজেলার ঝাড়িরঝাড় গ্রামের আয়নাল হক (৩২)।

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের  (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলীর ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশের লোহাকুচি ১৫ বিজিবি ক্যাম্পের অর্ন্তগত ভারতের কইমারী বটথর ক্যাম্পের সীমান্ত দিয়ে গরু পারাপার করতে গেলে ভারতের ৭৫ বিএসএফ’র টহলরত সদস্যরা তাদেরকে গুলি করেন। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

তার ভাষ্য, বুধবার সকালে এলাকাবাসী ও আত্নীয়রা খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেক্তারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরএজে