শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মদ্রিচের অভিজ্ঞতায় চেপে বিশ্বকাপে যাবে ক্রোয়েশিয়া

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১২:৫১

২০১৮ বিশ্বকাপে দলকে করেছিলেন রানার্স আপ। চার বছর পর দোরগোড়ায় হাজির আরেকটি বিশ্বকাপ। চার বছর আগের সেই অধিনায়ক লুকা মদ্রিচের অভিজ্ঞতার ওপর আস্থা রেখে কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ফাইনালে উঠেছিলো ক্রোয়েশিয়া। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয় লুকা মদ্রিচের দলের। চার বছর পেরিয়ে এবার কাতার বিশ্বকাপেও সেই মদ্রিচের নেতৃত্বে খেলতে নামবে ক্রোয়াটরা।

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১০ দিন। গতকাল বুধবার (৯ নভেম্বর) বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের এফ’ গ্রুপে আগামী ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মোকাবেলা করবে ক্রোয়েশিয়া। এরপর গ্রুপের অন্য দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে কানাডা ও বেলজিয়াম।

ক্রোয়েশিয়া স্কোয়াড:

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ (ডায়নামো জাগরেব), ইভো গ্রবিচ (অ্যাটলেটিকো মাদ্রিদ), ইভিকা ইভুসিচ (ওসিজেক)।

ডিফেন্ডার: জোসিপ স্ট্যানিসিচ (বায়ার্ন মিউনিখ), বোর্না সোসা (স্টুটগার্ট), জোসকো গারদিওল (লিপজিগ), দেজান লোভরেন (জেনিট), বোর্না বারিসিচ (রেঞ্জার্স), ডেমাগয় ভিদা (অ্যাথেন্স), জোসিপ জুরানোভিচ (সেল্টিক), মার্টিন এরলিক (সাসুওলো), জোসিপ সুতালো (ডায়নামো জাগরেব)।

মিডফিল্ডার: লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ), মাতেও কোভাচিচ (চেলসি), মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান), মারিও প্যাসালিচ (আতালান্তা), নিকোলা ভ্লাসিচ (তোরিনো), ক্রিস্তিয়ান জ্যাকিচ (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), লোভরো মাজার (রেনেঁ), লুকা সুসিচ (সলজবার্গ)।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ (টটেনহ্যাম), আন্দ্রেজ ক্রামারিচ (হফেনহেইম), মার্কো লিভাজা (হাইদুক স্প্লিট), ব্রুনো পেটকোভিচ (ডায়নামো জাগরেব), মিসলাভ ওরসিক (ডায়নামো জাগরেব), আন্তে বুদিমির (ওসাসুনা)।

ইত্তেফাক/এসএস