মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আয়রনম্যান প্রতিযোগিতায় ১১তম মিশু বিশ্বাস

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৯:৪৩

আয়রনম্যান প্রতিযোগিতাকে এক দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ প্রতিযোগিতায় একজন প্রতিযোগীকে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার শেষ করে, ১৮০ কিলোমিটার সাইকেল চালাতে হয়। এরপর ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করতে হয়। এই তিনটি ডিসিপ্লিনে সর্বমোট ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব বিরতিহীনভাবে কেউ ১৭ ঘণ্টার মধ্যে শেষ করতে পারলে তাঁকে ‘আয়রনম্যান’ মেডেল দেওয়া হয়।

এবারের আয়রনম্যান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায়। বাংলাদেশ থেকে এবার ১১ জন অংশগ্রহণ করেন। এদের মধ্য একজন ছিলেন মিশু বিশ্বাস। তিনি অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা রমনা বিভাগে কর্মরত আছেন। তিনি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১১তম স্থান অর্জন করেন।

মিশু বিশ্বাস ৫ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব ১৩ ঘণ্টা ১৯ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩ কিলোমিটার ৮ কিলোমিটার সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪১ মিনিট, ১৮০ দশমিক ২ কিলোমিটার সাইকেল শেষ করেছেন ৭ ঘণ্টা ১১ মিনিট এবং ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন শেষ করেছেন ৪ ঘণ্টা ৭ মিনিটে। তিনি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১১তম স্থান অর্জন করেছেন। নাভানা গ্রুপ ও পপুলার লাইফ ইনস্যুরেন্স এই প্রতিযোগিতার সহযোগী পার্টনার ছিল।

এর আগে মিশু বিশ্বাস গত বছর তুরস্কে অনুষ্ঠিত আয়রম্যান প্রতিযোগিতার ৭০ দশমিক ৩ কিলোমিটার সফলভাবে শেষ করেন। ২০২০ সাথে তিনি বাংলা চ্যানেল অতিক্রম করেন।

ইত্তেফাক/এএএম