শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ইউক্রেনের ‘ম্যাগনাম ফরচুন’

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১:২৬

সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে ইউক্রেনের ‘ম্যাগনাম ফরচুন’ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শুক্রবার (১১ নভেম্বর) বন্দরের খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের জানান, গত বুধবার বিকেলে জাহাজটি বন্দরে এসে পৌঁছায়। জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হবে। পরে ল্যাব টেস্টে চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিকঠাক থাকলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে খালাস প্রক্রিয়া শুরু হবে ।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী জানা গেছে যে অক্টোবরে রাশিয়া থেকে তিনটি চালানের মাধ্যমে দেড় লাখ টনের বেশি রাশিয়ান গম আমদানি করেছিল সরকার।

সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করে সরকার। তবে দেশটি রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। যার অংশ হিসেবে ইতোমধ্যে দুই চালানে রাশিয়া থেকে এক লাখ টনের বেশি গম আসে।

২০২২-২৩ অর্থবছরে ১০ নভেম্বর পর্যন্ত প্রায় ২ হাজার ৬৪৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬ লাখ ৬৯ হাজার টন গম আমদানি হয়েছে।

ইত্তেফাক/আরএজে