রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রথম ওভারেই হেলসকে ফেরালেন আফ্রিদি

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৬:৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ইংল্যান্ডের সামনে ১৩৮ রানের টার্গেট দাঁড় করিয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সামনে এই লক্ষ্যকে মামুলিই বলা যায়। তবে পাকিস্তানের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করেত নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র ৭ রানেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস।

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো ইংলিশ অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডের বোলিং আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৭ রান তুলতে পারে পাকিস্তান।

১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারটি দেখেশুনেই কাঁটিয়ে দিতে চেয়েছিলো দুই ইংলিশ ওপেনার জস বাটলার আর অ্যালেক্স হেলস। প্রথম ৫ বল পার করলেও ওভারের শেষ বলেই হেলসকে ফিরত্যে হয়েছে প্যাভিলিয়নে।

ইনিংসের প্রথপম ৫ বল থেকে ৭ রান তোলে ইংল্যান্ড। তবে শাহিন শাহ আফ্রিদির ওভারের শেষ বলে গতির কাছে পরাস্ত হন হেলস। বলের লাইন মিস করলে সেয়াটি আঘাত হানে হেলসের মিডল স্ট্যাম্পে।

অল্প রানের পুঁজি নিয়েও প্রথম ওভারে ইংলিশ শিবিরে আঘাত হেনে অনেকটা পুনরীজ্জীবিত পাকিস্তান।  হেলসের বিদায়ের পর ক্রিজে এসে বাটলারের সঙ্গে দাঁড়িয়েছেন ফিল সল্ট।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন