বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: নিক্সন চৌধুরী

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৬:৪৭

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না।’

তিনি বলেন, ‘দুর্নীতি ও অনিয়ম করে অদক্ষ কাউকে শিক্ষক পদে নিয়োগ দিলে তার দ্বারা শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের কোনো কাজে লাগে না। যেহেতু সরকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে অর্পন করেছেন। সেহেতু মেধাবী ও ভালো চরিত্রবানদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান রইল।’

রোববার (১৩ নভেম্বর) দুপুরে ভাঙ্গা পৌরসদরের কলেজপাড়ে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ধোধন অনুষ্ঠানে এমপি নিক্সন এ সব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় শিক্ষক কর্মচারি নিয়োগ দেয়া হয়। সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। নিয়োগকারীদের বলব নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের মূল্যায়ন করুন। অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘দীর্ঘ ২৫ বছর ভাঙ্গার পৌরপিতা হিসেবে সেবা দিয়ে আসছেন এ এফ এমডি রেজা। তার অবদানের কথা সকলেই স্বীকার করবেন। তার পরিবার আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করলেও নাড়ির টানে তিনি এ বয়সেও সততার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি জীবিত থাকতেই তার নামে নামকরন করে বিদ্যালয়ের নাম রেখেছি এ এফ এমডি রেজা উচ্চ বিদ্যালয়।’

পৌর মেয়র এ এফ এমডি রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

ইত্তেফাক/আরএজে