টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ড। ফাইনাল ম্যাচে মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারান। সেই সঙ্গে টুর্নামেন্ট সেরার পুরষ্কারও জিতেছেন তিনি।
পুরো বিশ্বকাপ জুড়ে দারুণ বোলিং করেছেন স্যাম কারান। ৭ ম্যাচে নিয়েছেন মোট ১৩ টি উইকেট। ফাইনালে তার বোলিং নৈপুণ্যেই পাকিস্তানকে কম রানের মধ্যেই বেঁধে ফেলে ইংল্যান্ড। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হয়ে বেশ উচ্ছ্বসিত এই অলরাউন্ডার।
পুরষ্কার পেয়ে তিনি বলেন, 'যেভাবে স্টোকস খেলেছে, আমি মনে করি না এটা আমার পাওয়া উচিত। এই বিশ্বকাপ জয় বিশেষ একটা উপলক্ষ, আমরা এই জয় উদযাপন করব। বাউন্ডারি বড় ছিল, তাই পেসারদের জন্য বিশেষ সুবিধা ছিল।'