পর্দা নেমে গেছে ধুম ধামাকা চার ছক্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের। ক্রিকেট উত্তেজনার পারদ চড়িয়ে ২০১০ সালের পর আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরার মুকুট উঠেছে ক্রিকেটের জনক ইংল্যান্ডের মাথায়।
অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া এবারের বিশ্বকাপে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন ভারতের ব্যাটিং ভরসার সবচেয়ে বড় নাম বিরাট কোহলি। কিছুদিন আগেও তীব্র সমালোচনার তীর ছুটে গেছে যার দিকে সেই কোহলির ব্যাটই যেন এবার বিশ্বকাপে হয়ে উঠেছেন খাপখোলা তলোয়ার। প্রতিপক্ষ বোলারদের শাসন করে ৬ ইনিংসের ৪টিতেই তুলে নিয়েছেন ফিফটি। ভারতের ব্যাটিং লাইনআপকে টেনে নিয়ে গেছেন একাই। ইনফর্ম কোহলি কতটা ভয়ংকর সেটিই যেন আরেকবার প্রমাণ করলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
বিশ্বকাপে ৬ ম্যাচের ৬ ইনিংস খেলে ৪ ফিফটিতে ২৯৬ রান এনেছে কিছুদিন আগেও ফর্মহীনতায় সমালোচনার শিকার হওয়া কোহলির ব্যাট থেকে। সুপার টুয়েলভে পাকিস্তান-নেদারল্যান্ডস আর বাংলাদেশের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও ফিফটি করেন কোহলি।
সুপার টুয়েলভ পর্বে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮২ রান এবারের আসরে কোহলির সেরা ইনিংস।
প্রথম রাউন্ডে ৩ ও সুপার টুয়েলভে ৫ ম্যাচ খেলে ২ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ রান করেছেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’দাউদ।
তৃতীয় সর্বোচ্চ ২৩৯ রান ভারতের হার্ড হিটার সূর্যকুমার যাদবের। ৬ ইনিংসে ব্যাটিং করে ৩ ফিফটি তুলে নিয়েছেন এই তরুণ সেনশেসন। বিশ্বকাপ চলাকালীনই টি-টোয়েন্টির ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষেও উঠে এসেছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।
শিরোপা জয় করা ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার রান সংগ্রহের তালিকায় রয়েছেন চতুর্থস্থানে। ৬ ইনিংসে ২ ফিফটিতে ইংলিশ অধিনায়ক করেছেন ২২৫ রান। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ঝড়ের গতিতে তোলা ৮০ রানই ত্যার সর্বোচ্চ ইন ইনিংস।
৮ ইনিংস খেলে ২ ফিফটিতে ২২৩ রান তুলে তালিকায় পরের স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। বাংলাদেশের কোন ব্যাটসম্যানই জায়গা পায়নি সেরা দশেও। ৫ ইনিংসে ১৮০ রান নিয়ে তালিকার ১১তম স্থানে টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের পক্ষে যা সর্বোচ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ৫ রান সংগ্রহকারী :
ব্যাটসম্যান | ম্যাচ | ইনিংস | রান | গড় | স্ট্রাইক রেট | ১০০ | ৫০ |
বিরাট কোহলি | ৬ | ৬ | ২৯৬ | ৯৮.৬৬ | ১৩৬.৪০ | ০ | ৪ |
ম্যাক্স ও'ডাউড | ৮ | ৮ | ২৪২ | ৩৪.৫৭ | ১১২.৫৫ | ০ | ২২ |
সূর্যকুমার যাদব | ৬ | ৬ | ২৩৯ | ৫৯.৭৫ | ১৮৯.৬৮ | ০ | ৩ |
জস বাটলার | ৬ | ৬ | ২২৫ | ৪৫.০০ | ১৪৪.২৩ | ০ | ২ |
কুশল মেন্ডিস | ৮ | ৮ | ২২৩ | ৩১.৮৫ | ১৪২.৯৪ | ০ | ২ |