টানা দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ মিলিয়ে ৮ ম্যাচের ৮ ইনিংসে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরেই রয়েছেন লঙ্কান স্পিনার হাসারাঙ্গা।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত ২০২১ সালের আসরেও সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ঐ আসরে ৮ ইনিংসে ১৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা।
এবারের আসরে হাসারাঙ্গার পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন শিরোপাজয়ী ইংল্যান্ডের বাহাতি পেসার স্যাম কারান ও নেদারল্যান্ডসের বাস ডি লিড। ৬ ম্যাচের ৬ ইনিংসে কারান নিয়েছেন ১৩ উইকেট। ডি লিডের সমান সংখ্যক উইকেট এসেছে ৮ ম্যাচের ৭ ইনিংস থেকে।
এবারের আসরে শুধুমাত্র কারানই এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। ফাইনাল সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন কারান। ৮ ম্যাচের ৭ ইনিংসে ১২ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। ৫ ম্যাচের ৫ ইনিংসে ১১ উইকেট নিয়ে তালিকার পঞ্চমস্থানে দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্টজে।
সর্বোচ্চ উইকেট শিকারী ৫ পাঁচ বোলার :
বোলার | ম্যাচ | ইনিংস | ওভার | রান | উইকেট | সেরা বোলিং | ইকোনমি |
হাসারাঙ্গা ডি সিলভা | ৮ | ৮ | ৩১.০ | ১৯৯ | ১৫ | ৩/৮ | ৬.৪১ |
স্যাম কারান | ৬ | ৬ | ২২.৪ | ১৪৮ | ১৩ | ৫/১০ | ৬.৫২ |
বাস ডি ,লিড | ৮ | ৭ | ২২.০ | ১৬৯ | ১৩ | ৩/১৯ | ৭.৬৮ |
ব্লেসিং মুজারাবানি | ৮ | ৭ | ২৬.০ | ১৯৯ | ১২ | ৩/২৩ | ৭.৬৫ |
এনরিখ নর্টজে | ৫ | ৫ | ১৭.৩ | ৯৪ | ১১ | ৪/১০ | ৫.৩৭ |