ত্বকে ব্রণর সমস্যা নিয়ে অনেকেই নাজেহাল। কিন্তু ব্রণ যে শুধু মুখের ত্বকেই হয় তা কিন্তু নয়। ধুলাবালি ও মাথার মৃত কোষ জমে স্কাল্পের রোমকূপগুলো হয়ে যেতে পারে। এমন হলে মাথার ত্বকেও ব্রণ হতে পারে। বিশেষত রাসায়নিক উপাদানসমৃদ্ধ প্রসাধনী ব্যবহারও মাথার ত্বকে ব্রণ সৃষ্টি করে থাকে। এমন ক্ষেত্রে সমাধান কি হতে পারে? তা জানাতেই আজকের এই আয়োজন।
পদ্ধতি ১
- দুইমুঠো নিমপাতা এবং একমুঠ তুলসিপাতা নিন।
- এবার এই দুই ধরনের পাতা পানিতে সেদ্ধ করুন।
- সেদ্ধ করার পর পানি ঠাণ্ডা করে নিন।
- ঠাণ্ডা হওয়ার পর দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেলুন।
- একটি তুলার বলে মিশ্রণটি মাখিয়ে চুলের গোঁড়ায় ভালো করে মিশ্রণটি লাগাতে হবে।
- ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
- সপ্তাহে অন্তত দুদিন নিয়ম করে লাগিয়ে দেখুন।
পদ্ধতি দুই
- সপ্তাহে যেকোনো একদিন সিকি কাপ টক দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস, একটা ডিম, আধ'চা চামচ টি-ট্রি অয়েল মিশিয়ে প্যাক বানাতে হবে।
- চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগাতে হবে।
- নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বকের ব্রণর সমস্যা দূর হবে।
পদ্ধতি তিন
- দুই টেবিল চামচ মেথি গুঁড়া করে পানিতে গুলে নিতে হবে।
- মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করতে হবে।
- কুসুম গরম পানিতে মাথা ধুয়ে নিতে হবে।
পদ্ধতি চার
- হারবাল শ্যাম্পু ও কয়েক ফোঁটা জোজোবা তেল মেশাতে হবে।
- নিয়মিত মাথায় লাগিয়ে দেখুন।