শিশুকে নিয়ে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই ভয় কাজ করে। বিভিন্ন বিপদের শঙ্কা বা বাড়তি ঝামেলা এড়াতেই অনেকে শিশুকে নিয়ে ভ্রমণে যেতে চান না অথবা ভ্রমণেই যান না।
কিন্তু কয়েকটি বিষয় মেনে নিলে কিন্তু সহজেই শিশুকে নিয়ে ঘুরতে যেতে পারেন। কি সেসব বিষয়? আসুন জেনে নেওয়া যাক:
- প্রসবের পর প্রথম ৪০ দিন ভ্রমণ এড়িয়ে চলবেন। শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করার জন্য এবং মায়ের সুস্থতার জন্যই অপেক্ষা করুন।
- ভ্রমণের পরিকল্পনা এমনভাবে করতে হবে যেন শিশুর জন্য ক্লান্তিকর না হয়। এক্ষেত্রে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলতে হবে। একই দিনে একাধিক পরিকল্পনা এড়িয়ে যাওয়াই ভালো।
- পর্যাপ্ত পানি ও খাবার-দাবারের ব্যবস্থা রাখুন সঙ্গে। সড়কে ভ্রমণের ক্ষেত্রে মাঝে মাঝে ছোটখাটো বিরতি নিতে পারলে শিশুর আরাম হয়।
বেশি জামা-কাপড় সঙ্গে নিয়ে যাবেন। - সন্তানের কোনো অসুখ থাকলে ভ্রমণের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঙ্গে প্রয়োজনীয় ওষুধ নিতে ভুলবেন না।
- বিমান ভ্রমণের ক্ষেত্রে রাতে ছাড়বে এমন বিমানে না চড়াই ভালো। রাতে ভালো ঘুম না হলে শিশুরা সারা দিন বিরক্ত করবে।
- শিশুর জন্য আরামদায়ক পোশাক রাখুন।