শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদ্মাপাড়ের পাঁচ জেলার কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের মতবিনিময়

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১১:১১

মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ির জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, ভূমি সেবা ডিজিটাইজেশন ও উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, যুগ্ম সচিব মাজেদুর রহমান খান, রেজাউল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম, পাঁচ জেলার প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, আগামীতে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে। এছাড়া ভূমি আইন নতুন করে সংস্কার করা হচ্ছে। নতুন আইন বাস্তবায়ন হলে জোর করে দখলের মাধ্যমে জমির মালিকানা আর থাকছে না।

ইত্তেফাক/এসকে