শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরও ২ বছর পররাষ্ট্র সচিব থাকছেন মাসুদ বিন মোমেন

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২০:০৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে আরও দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অবসরোত্তর ছুটি এবং এসংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এই নিয়োগ পেয়েছেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি- সংগৃহীত

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে অবসরোত্তর ছুটি এবং এসংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ করা হলো।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাসুদ। এর আগে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) হিসেবে ছিলেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি- সংগৃহীত

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েন তিনি।

ইত্তেফাক/এমএএম