শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমিল্লায় ট্রাকের হেলপারসহ সড়কে নিহত ২

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৬:৪৩

কুমিল্লার চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা ও পশ্চিম বেলাশহর এলাকায় পৃথক ২টি দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চান্দিনার সাতবাড়িয়া গ্রামের সবজি ব্যবসায়ী আলফু মিয়া (৭০), বরিশাল জেলার ট্রাক হেলপার শরীফ (২৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাসড়কের পূর্ব বেলাশহর মেইল গেইট এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই আলফু মিয়া নিহত হন। তিনি মেইল গেইট এলাকায় সবজি ব্যবসা করতেন। 

একই সময়ে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নূরীতলা ব্রীজ এলাকায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার শরীফ নিহত হয়। 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, মেইল গেইট এলাকার দুর্ঘটনার পর পুলিশ ঘটনস্থলে পৌঁছার পূর্বে লাশ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। অপর দুর্ঘটনার পর লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/পিও