শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘হ্যান্ড অব গড’ গোলের বলের দাম সাড়ে ২৪ কোটি টাকা 

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৭:১২

আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ডিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা। সেই ম্যাচে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনকে বোকা বানিয়ে হাত দিয়ে গোল দেন ম্যারাডোনা। যা ‘হ্যান্ড অব গড’ গোল নামে পরিচিত। যে বলে হাত দিয়ে গোল দিয়েছিলেন ম্যারাডোনা সেই বলটি তোলা হয় নিলামে।

নিলামে তোলা সেই বলটি বিক্রি হয় ২৩ লাখ ইউরোতে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৪ কোটি টাকা। সেই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। বলটি তার কাছেই ছিল। তিনিই বলটি নিলামে তোলেন।

বল নিলামে তোলার সময় বিতর্কিত সেই গোলের সময় আলী বিন নাসের নিজের অবস্থান সম্পর্কে বলেন, ‘আমি পরিষ্কারভাবে ওই ঘটনা দেখতে পারিনি। দুই খেলোয়াড় শিলটন ও ম্যারাডোনা আমার পেছন থেকে মুখোমুখি হয়েছিল।’

  

ইত্তেফাক/জেডএইচ