মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

পাকিস্তানে প্রেসিডেন্ট জারদারির বোন গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০১৯, ২০:০৪

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারীর বোন ফরিয়াল তালপুরকে গ্রেপ্তার করেছে দেশটির শীর্ষস্থানীয় দুর্নীতি বিরোধী সংস্থা- ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলি। একই মামলায় জারদারিকে আটকের কয়েকদিন পর শনিবার ইসলামাবাদের বাসা থেকে তালপুরকে আটক করা হয়। এনডিটিভি।

এর আগে সোমবার ফরিয়াল তালপুরের ভাই ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি জারদারিকে গ্রেফতার করেছিল ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলি। 

জারদারি ও তালপুরের বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচার করার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাদের আগাম জামিন বাতিল করে ইসলামাবাদ হাইকোর্ট।

পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি) এর সভাপতি বিলওয়াল ভুট্টো তালপুরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। এ ঘটনাকে সরকারের চাপ দেয়ার কৌশল হিসেবে বর্ণনা করেন তিনি।

আরও পড়ুনঃ কর্মসংস্থান আছে বলেই ধান কাটা লোকের অভাব: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘সরকার নির্লজ্জভাবে কাজটি করেছে। এর মাধ্যমে নারীর প্রতি সম্মান দেখাতেও ব্যর্থ হয়েছে তারা। আমরা কোন চাপের কাছে নতি স্বীকার করবো না।’

ইত্তেফাক/টিএস