শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে জরিমানা

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৯:৪০

৯৯৯ এ ফোন পেয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) আজিজুন্নাহার তাদের জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রুপসা এলাকায় আ. আজিজের ছেলে মো. শহিদ হোসেন ও মৃত কোরবান আলীর ছেলে আমির হোসেন।

এসি ল্যান্ড আজিজুন্নাহার জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্থানীয়দের কাছে থেকে কল পেয়ে থানার উপপুলিশ পরিদর্শক একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রুপসা এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে শিয়ালের মাংস বিক্রিকালে ওই এলাকার আমির হোসেন ও আ. জব্বারকে আটক করা হয়।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে আটকদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।

ইত্তেফাক/আরএজে