বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহবান

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৬:৫০

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে ওমান প্রবাসী বাংলাদেশীদের উৎসাহ প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৮ নভেম্বর শুক্রবার ওমানের নিজুয়ার আল দিয়ার হোটেলের কনফারেন্স হলে নিজুয়া এলাকার সর্বস্তরের বাংলাদেশী প্রবাসীদের নিয়ে এক সেমিনার হয়।

বাংলাদেশ দূতাবাস মাসকাট এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের যৌথ আয়োজনে এবং গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানির সহযোগিতায় সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক।

মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস মাসকাটের HOC থোয়াইং এ।

বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল পাশা এবং গালফ ওভারসিস এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শুনান নিজুয়ার ব্যবসায়ী আবুল কালাম।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন।

অনুষ্ঠানে বক্তারা দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর  প্রয়োজনীয়তা ও উপকারিতা, গুরুত্ব এবং অবৈধ পথে টাকা পাঠালে অপকারিতা ও ক্ষতি তুলে ধরে বক্তব্য দেন। এছাড়াও বাংলাদেশি যারা ওমানে হুন্ডি ও বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবসা করেন তাদেরকেও হুঁশিয়ারি দেয়া হয়।

ইত্তেফাক/এসসি