শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আর্জেন্টিনা-সৌদি খেলা নিয়ে বাকবিতণ্ডা, দুই কিশোরকে কুপিয়ে জখম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১২:২০

ঢাকার সাভারে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচের ফলাফল নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে তাদেরই বন্ধুদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সাভার পৌর এলাকার বক্তারপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

আহত দুই কিশোরকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, বক্তারপুর এলাকায় বড় পর্দায় সবাই মিলে খেলা দেখছিল। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক ৩০-৩৫ জন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ২০-২২ জন কিশোর মেহেদী ও আল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করে। পরে আহত দুই কিশোরকে উদ্ধার করে আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসকে