বুধবার, ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জবিতে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণের কমিটি গঠন

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:২৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ হোসাইন ও সাধারণ সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সংগঠনের উপদেষ্টাদের এক সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন পর কমিটি পেয়ে সভাপতি মো. মিরাজ হোসাইন বলেন, আমাদের জেলার শিক্ষার্থীরা অনেক দিক থেকেই অবহেলিত। ঢাকায় এসে পড়াশুনা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি চেষ্টা করবো সবার সমস্যায় পাশে থাকার। এছাড়াও উপদেষ্টাদের আমি ধন্যবাদ জানাই।

সাধারণ সম্পাদক তামিম ইকবাল বলেন, মাদারীপুর জেলা হিসেবে প্রসিদ্ধ একটা জেলা। আমাদের জেলা সম্পর্কে অনেক মানুষের ধারণা নেই। আমরা চেষ্টা করবো আমাদের জেলার ইতিহাস ও ঐতিহ্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে।

ইত্তেফাক/এমএএম