চলমান কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেয় সৌদি আরব। এবারের বিশ্বকাপের হট ফেবারিট দল আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের জয় দৌড় থামিয়ে দিয়ে ফুটবল বিশ্বকে বোঝায় তাদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই। শনিবার (২৬ নভেম্বর) নিজেদের দ্বিতীয় খেলায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় সৌদি আরব মুখোমুখি হয়েছে পোল্যান্ডের। তবে শক্তি-সামর্থ্যের হিসেব করলে পোল্যান্ড থেকে অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরব।
তবে মেসিদের বিপক্ষে জয় পাওয়া দলের বিপক্ষে জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়েই মাঠে নামছে পোল্যান্ড। সৌদি আরবের বিপক্ষে জয়ের লক্ষ্যে ৪-৫-১ ফরমেশন নিয়ে মাঠে নামছে ইউরোপের দলটি। অন্যদিকে ৪-৩-৩ ফরমেশন নিয়ে মাঠে নামছে সৌদি আরব।
পোল্যান্ডের একাদশ: ওজিয়েক সিজিসনি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, বার্তোজ বেরেসজিনস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, পিওতর জিয়েলিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাতি ক্যাশ, রবার্ট লেওয়ানডস্কি, আরকাডিয়াস মিলিক।
সৌদি আরবের একাদশ: মোহাম্মদ আল ওয়াইজ, আলি আল বুলাইহি, আবদুদেলাহ আল আমরি, আবদুদেলাহ আল মালকি, মোহাম্মদ আল বুরায়েক, সৌদ আবদুল হামিদ, মোহাম্মদ কানো, সামি আল নাজি, সালেম আল দাওসারি, ফারাজ আল ব্রিকান, সালেহ আল সেহরি।