বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিক্ষার্থীদের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ কাঠের পুল 

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৯:৩৭

ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাঠি গ্রামে ৫০টি পরিবারের ভরসা একটি মাত্র ঝুঁকিপূর্ণ কাঠের পুল। ২০১৯ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই কাঠের পুলটি তৈরি করা হয়। কিন্তু বর্তমানে পুলটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে পার হতে হয় খেটে খাওয়া মানুষকে।

কাঠের পুলের পাশেই রয়েছে ৬৯ নম্বর মহিউদ্দিন হাওলাদার গঙ্গেশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশু থেকে পঞ্চশ শ্রেণির ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে আসতে হয় স্কুলে। 

গঙ্গেশকাঠি গ্রামের বাসিন্দা মাহামুদা বেগম বলেন, ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাতায়াত করতে খবুই কষ্ট হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 

গঙ্গেশকাঠি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীনা বেগম বলেন, পুল দিয়ে পার হওয়ার সময় অনেক ভয় করে, না-জানি কখন নিচে পড়ে যাই। পুলটির পূর্ব পাশে রয়েছে কৃষি আবাদি বিঘায় বিঘায় জমি। পুল পার হয়ে গঙ্গেশকাটি গ্রামের মানুষকে জমি আবাদ করতে গিয়ে তাদেরও ভোগান্তি পোহাতে হয়। 

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‘স্কিম দিয়েছি, পাস হলেই দ্রুত পুলটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে’।

ইত্তেফাক/পিও