রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কিশোরীর মৃত্যু

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৫:৫২

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে জানিয়েছে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (২৭ নভেম্বর) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত ফিরোজা খাতুন (১৬) বাগেরহাটের কচুয়ার গজালিয়া গ্রামের আলী শেখের মেয়ে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান,  গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আট জনের মৃত্যু হলো।

তিনি জানান, একই সময় নতুন সাত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসাপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৪ রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে খুলনা জেলার ১২ জন ও অন্যান্য জেলার বাসিন্দা ৪২ জন। তাছাড়া চলতি বছরে হাসপাতালটিতে ৫৭১ জন ভর্তি হয়েছিলেন।

ইত্তেফাক/আরএজে