পূর্বাঞ্চলীয় দোনেতস্কের দুই শহরে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। এই দুই শহর হচ্ছে পাভলিভকা এবং ভুহলেদার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, গত দুই সপ্তাহ ধরে ওই অঞ্চলে তীব্র লড়াই চলছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই এলাকাটি সম্ভবত আংশিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারণ রাশিয়া উপলব্ধি করেছে, ইউক্রেনীয়-অধিকৃত দোনেৎস্ক ওব্লাস্টের অবশিষ্ট অংশ দখল করতে এই অঞ্চল কাজে দেবে।
এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। দেশটির বিদ্যুৎ অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ করে মুহুর্মুহু হামলা চালানো হচ্ছে বলে দাবি ইউক্রেনের।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৭৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।