শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে নৌযান ধর্মঘটে ভোগা‌ন্তি চরমে

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৩:৩২

১০ দফা দাবী‌তে বরিশালে নৌযান শ্রমিক‌দের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থে‌কে অপেক্ষা ক‌রে নদী বন্দর থে‌কে হতাশ হ‌য়ে ফি‌রে যা‌চ্ছেন যাত্রীরা। 

রবিবার (২৭ নভেম্বর) থে‌কে শুরু হওয়া ধর্মঘট সোমবারও অব্যাহত রয়েছে। কোনো সমাধানে পৌঁছুতে পা‌রে‌নি শ্রমিক ও মালিকরা। যা‌তে বরিশাল থে‌কে অভ্যন্তরীণ ১১ রুট ও ঢাকা বরিশাল রুটে যাত্রীবা‌হি লঞ্চ চলাচল বন্ধ র‌য়ে‌ছে। বরিশাল নদী বন্দরের পন্টুন থেকেও লঞ্চগু‌লো স‌রিয়ে রাখা হ‌য়ে‌ছে। 

বরিশাল থে‌কে ভোলার যাত্রী শহিদুল ইসলাম ব‌লেন, পরিবার নি‌য়ে পি‌রোজপু‌রের কাউখালী‌তে বেরা‌তে গিয়েছিলাম বো‌নের বাড়িতে। এখন লঞ্চ ঘাটে এসে দেখছি লঞ্চ বন্ধ। সকাল ৯টায় এসেছি, ১২টা পর্যন্ত তো বসা দেখছেন এখনও লঞ্চ ছাড়েনি আর ছাড়বে না বলছে।  

মে‌হে‌ন্দিগ‌ঞ্জের পাতারহা‌টের যাত্রী সালমা বেগম ব‌লেন, তিন ঘণ্টা ধ‌রে ব‌সে আছি। জরুরি কাজ রয়ে‌ছে পাতারহা‌টে। এই ধর্মঘটের কারণে বেশ ভোগা‌ন্তি‌তে রয়েছি। বরিশাল 
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি একিন আলী বলেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমন সিদ্ধান্ত ব্যতীত অন্য কোন উপায় নেই। দাবী না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে।

ইত্তেফাক/এআই