টরন্টো থেকে প্রচারিত ক্যানবাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার (২৭ নভেম্বর)। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানাতে ক্যানবাংলার কার্যালয়ে জড়ো হয়েছিলেন।
সাংবাদিক মাহবুব ওসমানী ইত্তেফাককে জানান, প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল টরন্টো মো. লুৎফর রহমান। সেই সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়ার ব্যক্তিবর্গ ও ক্যানবাংলা পরিবারের সদস্যবৃন্দ।
কনসাল জেনারেল জনাব লুৎফর রহমান তার বক্তৃতায় ক্যানবাংলা টিভিকে শুভেচ্ছা জানান এবং স্থানীয় সব মিডিয়ার সাফল্য কামনা করেন।
ক্যানবাংলার চেয়ারম্যান অ্যান্ড সিইও ড. হুমায়ুন কবির কেক কেটে অনুষ্ঠানের শুরু করেন এবং আগত অতিথিদের স্বাগতম ও ধন্যবাদ জ্ঞাপন করেন।