শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৪:৩৬

এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৯০ দশমিক ১৯।

সোমবার (২৮ নভেম্বর) বেলা দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

বরিশালে শিক্ষার্থীদের উল্লাস। ছবি: ইত্তেফাক

তিনি জানান, এ বছর পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯০০ জন। পাস করেছে মোট ৮৫ হাজার ১৪ জন। এদের মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন। বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ ক‌মে‌ছে কিছু।

ইত্তেফাক/এসকে