শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুয়াকাটা নৌ পুলিশের অভিযানে ৫শ কেজি জাটকা জব্দ

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৫:৫৩

পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে ৫শ কেজি জাটকা ইলিশ  জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ও বাস কাউন্টারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে  স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ আক্তার মোর্সেদ জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা জাটকাসহ নিষিদ্ধ মাছ নিধন করছে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

ইত্তেফাক/এসসি