ইনজুরি কোনভাবেই পিছু ছাড়ছে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। আর বিশ্বকাপে সেই ইনজুরি যেন আরও মারাত্নক আকার ধারণ করে। ২০১৪ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইনজুরির কারণে ছিটকে যান নেইমার। এরপর ২০১৮ সালের বিশ্বকাপে খেলেছিলেন ইনজুরি থেকে ফিরে। আর এবারের কাতার বিশ্বকাপে ইনজুরি মুক্ত থেকে খেলা শুরু করলেও প্রথম ম্যাচেই পড়েছেন ইনজুরিতে। নেইমারের এমন দুঃসময়ে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। তবে এই দুঃসময়ে নেইমারের পাশে দাঁড়ালেন ব্রাজিলের কিংবদন্তি নাম্বার নাইন রোনালদো নাজারিও।
নেইমারকে সাহস দিয়ে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি লিখেছেন রোনালদো। তিনি লেখেন, ‘আমি নিশ্চিত, আমার মতো বেশির ভাগ ব্রাজিলিয়ান তোমাকে ভালোবাসে। তোমার প্রতিভা তোমাকে এতটা উচ্চতায় নিয়ে গেছে বিশ্বের আনাচে-কানাচের মানুষ তোমাকে ভালোবাসে। এটারও কারণ আছে। যে খ্যাতি তুমি পেয়েছ, যে উচ্চতায় তুমি উঠেছ, তাতে ঈর্ষা ও নেতিবাচক বিষয়গুলোর সঙ্গেও তো লড়তে হয়। তুমি যেভাবে উঠে এসেছ এবং যে মানের তারকা, তোমার চোটে পড়া উদযাপন করায় প্রশ্নগুলো করতে ইচ্ছে করছে, আমরা কতটা আধুনিক হতে পেরেছি? এ কেমন পৃথিবী? পরবর্তী প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি?’
হঠাৎ করে নেইমারকে নিয়ে এমন চিঠি লেখার কারণও ব্যাখ্যা করেছেন রোনালদো। তিনি আরও লেখেন, ‘এসব ধ্বংসাত্মক কথার বিরুদ্ধেই আমার এই চিঠি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো! গোলের ক্ষুধা আরও বাড়ুক। মাঠ ও মাঠের বাইরে তুমি যেসব ভালো কাজ করো, সেসব মানুষের এমন ঈর্ষার চেয়ে অনেক গুণে ভালো। কখনো ভুলো না বিশ্ব ফুটবলে তুমি কোথায় আছ। ব্রাজিল তোমাকে ভালোবাসে! তোমার গোল, ড্রিবল, সাহসিকতা ও খেলায় আনন্দ দেখতে চায় ব্রাজিলের সত্যিকারের সমর্থকরা। কাপুরুষ ও হিংসুকদের এত গুরুত্ব দিও না। দেশের মানুষের ভালোবাসা উপভোগ করো। তুমি ঘুরে দাঁড়াবেই।’