বাগেরহাটে সদরের বাঁশবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে শামীম হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত শামীম হাওলাদার ওই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে এলাকার ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, এ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাত থেকেই এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আটকে পুলিশের অভিযান চলছে।