বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডু অর ডাই ম্যাচে চার পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০০:১২

কাতার বিশ্বকাপে গ্রুপ 'সি'তে পোল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে জিতলে শেষ ষোলো'তে পা রাখবে আর্জেন্টিনা। হারলে বিদায় আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যদলগুলোর ফলাফলের ওপর। আর তাই পোল্যান্ডের বিপক্ষে জিতেই নক আউট পর্বে যেতে চায় আর্জেন্টিনা। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১ টায় মাঠে নামছে এই দু'দল

জয়ের লক্ষ্যে চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আগের ম্যাচ খেলা লিসান্দ্রো মার্টিনেজ, মন্টিয়েল, গুইদো রদ্রিগেজ ও লাউতারো মার্টিনেজের পরিবর্তে পোল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো, মলিনা, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজকে একাদশে এনেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ৪-৩-৩ ফরমেশন নিয়ে মাঠে নামছে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পোল্যান্ড। তারা ৩-৪-১-২ ফরমেশন নিয়ে মাঠে নামছে।  

আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

পোল্যান্ড একাদশ: ফরমেশন (৩-৪-১-২): ওজিয়েক সিজিসনি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, বার্তোজ বেরেসজিনস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, পিওতর জিয়েলিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাতি ক্যাশ, রবার্ট লেওয়ানডস্কি, আরকাডিয়াস মিলিক।

 

ইত্তেফাক/জেডএইচ