মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রোমান্টিক সিনেমায় শুভ, ভালোবাসা দিবসে মুক্তি 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০১:৩০

অনেক দিন ধরেই রোমান্টিক সিনেমায় দেখতে চান তাঁর ভক্তরা। এই চাহিদা দীর্ঘ দিনের। এবার ভক্তদের সেই আশা পূরণ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। 

‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর ফের রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। 

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালক করতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আর শুভর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আফসানা আরা বিন্দু। ভালোবাসা দিবস উপলক্ষে চরকির জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি। 

সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এখনই সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা। 

দ্রুতই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।

ইত্তেফাক/এমএএম