ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’সহ মুক্তি পেয়েছে হাফ ডজন চলচ্চিত্র। সবচেয়ে বেশি আলোচনায় ‘তাণ্ডব’ থাকলেও ঈদে মুক্তিপ্রাপ্ত প্রায় প্রতিটি সিনেমা নিয়েই এবার দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। প্রেক্ষাগৃহে নিজের ছবি দাপুটে অবস্থান তৈরি করলেও এরই মধ্যে সহমর্মিতার দৃষ্টান্ত দেখালেন শাকিব খান।
রোববার (৮ মে) রাতে হঠাৎ করেই ভক্তদের চমকে দিলেন শাকিব খান। নিজের সিনেমার প্রচারণার বাইরে গিয়ে ফেসবুকে শেয়ার করেন আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার পোস্টার। ক্যাপশনে লেখেন- ‘নীলচক্র টিমের জন্য শুভকামনা।’
শাকিবের এমন বন্ধুত্বপূর্ণ ও সম্মানসূচক আচরণে ভক্ত-অনুরাগীরা যে মুগ্ধ হয়েছেন, তা আর বলার বাকি রাখে না।
শাকিবের প্রশংসায় রবিউল ইসলাম নামের একজন লিখেছেন, ‘এত বড় স্টার হয়ে মনে কোনো অহংকার নেই। এই মুহূর্তে শুভর পাশে দাঁড়ানোর জন্য আপনাকে স্যালুট।’ দিদারুল নামে একজন লিখেছেন, ‘কিং খানের ওপর ভালোবাসা আরও বেড়ে গেল। এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চর্চা অব্যাহত থাকুক।’ সৌরভ নামের একজন লিখেছেন, ‘এই জন্যই আবার প্রমাণিত হলো, আপনি অনেক অনেক বড় মনের মানুষ!’
‘নীলচক্র’ সিনেমার অভিনেতা আরিফিন শুভ শাকিব খানের স্ট্যাটাসের নিচে কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাসের জন্য ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সিনেমার পরিচালক মিঠু খান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘নীলচক্র’-এর নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ। আপনি বাংলা সিনেমার ধারক ও বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন, চমক তুলে রাখলাম। ধন্যবাদ ও শুভকামনা।’
কী আছে ‘নীলচক্র’ সিনেমায়? ২ বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬টি ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাটাই একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেয় ভিডিওগুলো। পুলিশ কি পারে তাদের ধরতে বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে? এমন টান টান উত্তেজনা নিয়েই সিনেমাটির গল্প। এতে তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।
‘নীলচক্র’ ছাড়া এবার ঈদে একযোগে ঢাকা ও ঢাকার বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’সহ ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাগুলো।