বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একাধিক পরিবর্তন নিয়ে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ব্রাজিল। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবে এই দু'দল। নক আউট পর্ব আগেই নিশ্চিত হয়েছে ব্রাজিলের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাদের প্রয়োজন মাত্র এক পয়েন্ট। অন্যদিকে ম্যাচ জিতলেও নক আউট পর্বে যেতে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর ফলাফলের ওপর।

এই ম্যাচে মূল একাদশের খেলোয়াড়দের বিশ্রামে রেখে দল সাজিয়েছে সেলেসাও কোচ তিতে। এই ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ দানি আলভেজ। এই ম্যাচে ৪-৪-২ ফরমেশন নিয়ে মাঠে নামছে ব্রাজিল। অন্যদিকে ৪-৫-১ ফরমেশনে দল সাজিয়েছে ক্যামেরুন।

ব্রাজিলের একাদশ: এডারসন (গোলরক্ষক), দানি আলভেস, এডার মিলিটাও অ্যালেক্স টেলিস, ব্রেমার, ফ্রেড, ফ্যাবিনহো, অ্যান্টোনি,  রডরিগো, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেলি।

ক্যামেরুনের একাদশ: ডেভিস এপাসি (গোলরক্ষক), ক্রিস্টোফার হোহ, কলিন্স ফাই,  এঞ্জো এবোসি,  নুউহো টোলো, নিকোলাস নাগামালউ, আন্দ্রে-ফ্রাঙ্ক জ্যাম্বো, চৌপো-মোটিং, পিয়ের কুন্ডে, ব্রায়ান এমবেউমো, ভিনসেন্ট আবুবকর 

ইত্তেফাক/জেডএইচ